এজেডএম রেজওয়ানুল হক

শক্তিশালী বিএনপি গড়ে তুলতে জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ পিএম
শক্তিশালী বিএনপি গড়ে তুলতে জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করে ছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সেই সাথে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে পার্বতীপুর জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৬টায় ফিতা কেটে পার্বতীপুর উপজেলা জিয়া পরিষদ এবং লাইব্রেরী জিয়া পরিষদের নতুন অফিস উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এজেডএম রেজওয়ানুল হক।

অনুষ্ঠানের শুরুতে সাবকে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো: ফয়েজুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশসহ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে