শেরপুরে জাল টাকা কান্ডে পোস্ট অফিসের দুই কর্মচারিকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানাপুলিশ। আরও কয়েকজন সন্দেহের তালিকায় আছেন বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান। মানিককে ১৬ অক্টোরব ও হাফিজুর রহামনকে ১৮ অক্টোবর গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ১৩ অক্টোবর শেরপুর সদর উপজেলার গনইমমিনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব নিরক্ষর মহিলা শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার টাকা গুনে নেওয়ার সময় দেখতে পায় ওই টাকার মধ্যে ৫৩টি হাজার টাকার নোট জাল। গত ৯ অক্টোবর শেরপুর সোনালী ব্যাংকে নুহূ নামে এক ব্যক্তি সরকারি চালানের ২ লাখ ৪৩ হাজার টাকা জমা দিতে যান। সোনালী ব্যাংকের ক্যাশিয়ার টাকা নেওয়ার সময় ২৫টি হাজার টাকার নোট জাল ধরা পড়ে। ওই দুই গ্রাহকও শেরপুর পোস্ট অফিস থেকে টাকাগুলো উত্তোলন করেছিলেন। তারপর থেকে বিষয়টি প্রশাসন, পোস্ট অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের গোয়েন্দা বিভাগ নড়েচরে বসে। সরকারের অন্তত তিনটি বিভাগ জাল টাকার বিষয়ে তদন্ত করছে।
কোর্ট ইনিসপেক্টর জিয়া বলেন, মানিক মিয়া এবং হাফিজুর রহমান দুইজনকেই আদালতে উঠানো হয়। হাফিজুর রহমান জাল টাকার বিষয়ে আদালতে ১৬৪ দ্বারা জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং মানিক মিয়াকে ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৩ অক্টোবর রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে।
সদর থানার ওসি জোবাইদুল আলম বলেন,,বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। দুজনকে আটক করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ ও খোজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সাথে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।