সাতক্ষীরায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০২:২৩ পিএম
সাতক্ষীরায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা সমবায় অফিসার সেলিম আক্তার এবং কলারোয়া উপজেলা পরিসংখ্যান অফিসার তালেব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালি ও সভায় প্রশাসনের কর্মকর্তা, পরিসংখ্যান অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মী ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা।

আপনার জেলার সংবাদ পড়তে