শিক্ষক দম্পতির পুত্রের সফলতা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৩:২৪ পিএম
শিক্ষক দম্পতির পুত্রের সফলতা

আফিফ আদনান , লাজুক স্বভাবের শান্ত শিষ্ট একটি ছেলে । ২০২৩ সালের  এস এস সি পরীক্ষার ফলাফলে  জিপিএ ৫  প্রাপ্ত হওয়ার পর সকলেই পরামর্শ দিলেন গ্রামের পরিবেশে না রেখে ঘঙঞজঊউঅগঊ বা অন্য কোনো শহরের ভালো কলেজে পড়ানোর জন্য । জানা গেছে 

ছেলেটির বাবা ফিরোজ কবীর পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার উপজেলা।প্রতিনিধি ও  সাতক্ষীরার খলিশখালীর প্রত্যন্ত এলাকার শহীদ জিয়াউর রহমান কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক । শ্ক্ষিক   হওয়াতে কারো কথায় কর্নপাত না করে ঐ প্রত্যন্ত এলাকার কলেজে  ভর্তি করেন । তার বাবাকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন  উদ্দেশ্য একটাই ঝঝঈ পাশ করা একজন ছাত্র বয়সে অপরিপক্ক , তাকে বাবা/মা থেকে আলাদা রেখে পড়াশোনা করালে সে  কার আদর্শে বড় হবে , আদৌ তার সফলতা আসবে কী না তা অনিশ্চয়তায় থাকে । কিন্ত  বাইরে পড়লেই ভালো ফল হবে আর গ্রামের একটি ছোট্ট কলেজে পড়লে তার অমঙ্গল হবে এরূপ চিন্তা হতে বের হয়ে এসে বিভিন্ন প্রতিকুল পরিবেশের সাথে একরকম যুদ্ধ করেই  সে ঐ কলেজে ভর্তি  হয় ।

কলেজের  শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা আর শুভাকাঙ্খীদের দোয়ার জন্যই আজ এইচ এসসি  ২০২৫   ফলাফলে জিপিএ ৫  প্রাপ্ত হয় ।  এই ফলাফল তার কাছে অনেক গুরুত্বপূর্ণ।  তার পরিবার আজ সকলের কাছে দোয়াপ্রার্থী সে যেন আগামীতে তার লক্ষ্যস্থির করে পথ চলতে পারে।

তার মাতা পাটকেলঘাটার  জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।উল্লেখ্য  তার দাদা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। বড় হয়ে সে প্রকৌশলী হতে চায়। 

আপনার জেলার সংবাদ পড়তে