বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৫৩ নং কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ভিত্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫৩ নং কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১১টায় ওই প্রতিষ্ঠানের একটি কক্ষে এ অনুষ্ঠান হয়। সহকারী শিক্ষা কর্মকর্তা রত্না দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ চৌধুরী, কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও কাহালপুর আলীম মাদ্রাসার শিক্ষক আফরোজা খানম। এছাড়া ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।