সিংড়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরোসনে এসে শ্যালক খুন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৫:৫১ পিএম
সিংড়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরোসনে এসে শ্যালক খুন

অনলাইন জুয়া খেলা খেলা নিয়ে নাটোরের সিংড়ায় আপন দুই ভাইয়ের দ্বন্দ্বের জের মিমাংসা করতে এসে বড় ভাইয়ের শ্যালক কে খুন করেছে ছোট ভাই। নিহত ওই যুবকের নাম মিঠুন সাহ (৩০)। সোমবার বেলা ১২ টায় সিংড়া পৌরসভার পেট্রোল বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ছুরিকাঘাত করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মিঠুন সাহ উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহ এর ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা দোকানি বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রোলবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও তার আপন ছোট ভাই মাহামুদুল হাসান নিক্সন এর মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সেই বিরোধ মিমাংসা করতে এসে যুবক মিঠুন সাহ খুন হন।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে