ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী সামান্থা এগার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সামান্থার মেয়ে অভিনেত্রী জেনা স্টার্ন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছেন, তার মা সামান্থা গত পাঁচ বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জেনা লিখেছেন, ‘আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। আমিও পাশে ছিলাম। এটা সৌভাগ্যের বিষয় ছিল।’ ১৯৩৯ সালের ৫ মার্চ লন্ডনে জন্ম নেওয়া সামান্থা এগার অভিনয়জীবন শুরু করেন শেক্সপিয়ার থিয়েটারের মঞ্চে। তবে ১৯৬৫ সালে উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার ‘দ্য কালেক্টর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি গোল্ডেন গ্লোব ও কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার পান এবং অস্কার মনোনয়ন ও অর্জন করেন। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য - ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু’স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার চিপস’ ও ‘দ্য ডেড আর অ্যালাইভ’। টেলিভিশনে তাকে সর্বশেষ দেখা যায় ২০০৯ সালে, ‘মেন্টাল’ ধারাবাহিকের প্রথম মৌসুমে। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৬৪ সালে অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন। তার দুই সন্তান-প্রযোজক নিকোলাস স্টার্ন ও অভিনেত্রী জেনা স্টার্ন।