চাটমোহরের তারুণ্যের উৎসব উদ্বোধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০২:৩০ এএম
চাটমোহরের তারুণ্যের উৎসব উদ্বোধন

‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এ শ্লোগানে পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান,স্কুলের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম,যুব সমাজের প্রতিনিধি শেখ জাবের আল শিহাবসহ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।  তারুণ্যের উৎসব উদ্বোধনী দিনে ছিল বৃক্ষরোপন,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ক্ষুদে ডাক্তার দ্বারা স্বস্থ্য পরীক্ষা।

আপনার জেলার সংবাদ পড়তে