অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তেই জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৭:৩০ পিএম
অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তেই জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নাশকতা কি না, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, আগুনের বিষয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগে একটি বৈঠক হয়েছে। সেখানে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করছে, প্রতিবেদন পেলে বোঝা যাবে কী কারণে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক ঘটনাগুলো নাশকতা কি না— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “তদন্তের আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”  

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খুব দ্রুত বিমানবন্দরে ই-পাসপোর্ট ব্যবহারকারীদের জন্য ই-গেট চালু করা হবে। “দুই-চার দিনের মধ্যে ই-গেট খুলে দেওয়া হবে। আর ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হবে,” জানান তিনি।  

বৈঠকে জাতীয় নির্বাচন, অগ্নিকাণ্ড, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  

তিনি জানান, “বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের অনেককে এবার দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কারণ নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”  

রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী শ্রমিকদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “তারা বাংলাদেশ বিমানে ভ্রমণ করতে পছন্দ করেন। তাই বিমানের সেবা ও বিমানবন্দরের সার্ভিস উন্নত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে,” বলেন তিনি।  

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির টানা সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) দাবি করেছে, এই ঘটনায় প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে