পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে অন্তর্ভূক্তিমূলক পরিসেবার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে মানব মুক্তি সংস্থা (এমএমএস) এই লবি মিটিংয়ের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে স্বাগত বক্তব্য দেন,মানব মুক্তি সংস্থার প্রকল্প পরিচালক মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,বিলচলন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফজলুল হক,বিলচলন ইউপি সদস্য মোঃ রেজাউল করিম,জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলা সভাপতি কর্ণ মুরারী,সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভুঁইমালী,মিতা রানী দে,শিখা রানী প্রমুখ। সভায় আদিবাসীদের জমি উদ্ধার,আদিবাসীদের নামে বন্দোবস্ত দেওয়া খাসজমি উদ্ধারসহ আইনগত সহায়তার দাবি জানান আদিবাসী নেতৃবৃন্দ। একইসাথে তারা আদিবাসীদের জন্য সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি করেন।