মাদক ব্যবসায়ি মো. রফিক হাওলাদার (৪৫) এর ঘরের ভিতরের ট্রাংক থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। ২০ অক্টোবর সোমবার রাত আনুমানিক নয়টার দিকে অভিজান চালিয়ে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের ৭নং ওয়ার্ডের বটতলা নামক এলাকায়।
মাদক ব্যবসায়ী মোঃ রফিক হাওলাদার হলেন উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের মৃত মো. মোকলেছ হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে উজিপুর থানা ওসি মো. আব্দুস সালাম।
স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনাবাহিনীর মেজর জিহান উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল রফিক হাওলাদার এর বাড়ি অভিযান পরিচালনা করে। তার ঘর থেকে১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছেন।
উজিপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম সাংবাদিকদের জানন, রফিক হাওলাদার কিছু দিন আগে ঢাকায় একটি মাদক মামলায় গ্রেফতার হয়ন। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। তার (রফিকের) স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি সেনাবাহিনী ও উজিরপুর মডেল থানা পুলিশসহ যৌথ আভিজান চালানো হয়। অভিযজানের রফিক হাওলাদারের ঘর থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধারকরা হয়েছে। এ ঘটনায় উজিরপুর থানার এসআই মো. মাহাফুজুর রহমান বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।