রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৫

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৩:৪৬ পিএম
রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৫
রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে গণশৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২১ অক্টোবর) দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হযেছে, জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ এদের আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সোমবার ( ২০ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মুন্না (৪৮), মো. শামীম (২৮), মো. সাগর শেখ (৪২), মিলন সরকার (৩৭) ও মাহাবুল ইসলাম (৩৬)। তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে