যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

এফএনএস (আতিকুর রহমান হাসিব; যশোর) :
| আপডেট: ২১ অক্টোবর, ২০২৫, ০৪:০৩ পিএম | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৪:০২ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ২১ ও ২২ অক্টোবর দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় যবিপ্রবির ২০টি বিভাগের খেলোয়াররা অংশগ্রহণ করবে।

মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, আনন্দের জায়গা খেলাধুলা, বিনোদনের জায়গা খেলাধুলা। বন্ধুত্ব তৈরি ও পারষ্পারিক সম্পর্ক তৈরির জায়গা খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমাদের যোগাযোগ বাড়বে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আর এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি শিক্ষার্থীরই উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করা। খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপই তোমাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে পরিচিত করে তুলতে সাহায্য করবে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুল হালিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মিনহাজ উদ্দিন মনির, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার বিজ্ঞ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিসের সাবেক জাতীয় খেলোয়ার রত্না রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।



যশোরে ট্রাকচাপায় এক কৃষকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরে ট্রাকচাপায় আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবুল কালাম বাইসাইকেলে করে সবজি নিয়ে নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।