কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর মাদ্রাসা মাঠে সোমবার বিকেল ৫টার দিকে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের দাবীতে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন গ্রহণ এবং সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রয়াত সৈয়দ সিরাজুল হুদা তৌফিক মিয়ার স্ত্রী সৈয়দা আয়েশা হুদা। এ সময় ১২ দলীয় জোটের সমন্বয়ক ও মরহুম সিরাজুল হুদা তৌফিক এর তনয় এডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, বিগত ফ্যাসীবাদ সরকারের আমলে তিনি মিথ্যে মামলায় কয়েকবার জেল খেটেছেন। একই সঙ্গে তারেক জিয়ার ৩১ দফা দাবীর মধ্যে ২৪ দফায় নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন, জেলা যুব দলের সহসভাপতি এডভোকেট শাহ্ আলম। এ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক কায়ছার মাহমুদ রিপন।