কুমিল্লার হোমনায় তিন দফা দাবিতে টানা দশদিন ধরে ক্লাস বর্জন ও কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
এর অংশ হিমেবে সোমবার হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ করেন শিক্ষক-কর্মচারীরা। বিক্ষোভ মিছিলটি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বের হয়। মিছিল নিয়ে শিক্ষকরা চৌরাস্তা মোড় ও বাজার রোড প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে পৌর সুপার মার্কেটের সামনে গিয়ে সভা ও সমাবেশ করেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান। তারা বলেন, আমাদের ন্যায্য দাবি সরকার দ্রুত বাস্তবায়ন করলে বৈষম্যের অবসান ঘটবে। বক্তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সভায় বক্তব্য রাখেন-আমিরুল ইসলাম বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ কে এম আতিকুর রহমান, রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম প্রমুখ। শুরুতেই তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মো. জহিরুল হক জহর।
শেষে বিশেষ দোয় ও মোনাজাত পরিচালনা করেন রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. হাবিবুর রহমান।