রাজশাহীতে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৭:২০ পিএম
রাজশাহীতে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে এক কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া এলাকার মো. আতাহার আলীর ছেলে মো. সেলিম রেজা রাজু (২৮) এবং একই এলাকার মৃত স্বপনের ছেলে মো. সনেট আলী (২৪)। ঘটনাসূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল মতিন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটিতে ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তেতুলিয়া মোড় থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে দারুশা বাজারের দিকে যাচ্ছে। পরে রাত ১০টার দিকে কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আপনার জেলার সংবাদ পড়তে