ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব উদ্বোধন করলেন ইউএনও

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৭ এএম
ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব উদ্বোধন করলেন ইউএনও

পাবনার ভাঙ্গুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এর প্রতিপাদ্য বিষয় ছিল-‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বেশ কিছু  তরুণ-তরুণীদের উপস্থিতিতে তারুণ্যের এই উৎসব উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর  উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামিউল ইসলাম তাজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে