সাতক্ষীরায় পানিতে ডুবে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ পিএম
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন আব্দুস সালাম ছোট বাবুর এক বছর বয়সী কন্যা রুহি পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেলে আসরের আজানের সময় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি খেলার ছলে বাড়ির পাশের পানিতে পড়ে যায়। কিছু সময় পর তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুটি সাতক্ষীরা পৌরসভার বাটকেখালী গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুস সালাম ছোট বাবু ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার জেলার সংবাদ পড়তে