আলি আকবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড ভ্যাকসিন প্রদান

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৮:০৯ পিএম
আলি আকবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড ভ্যাকসিন প্রদান

১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। সারাদেশের মত নোয়াখালী জেলার সোনাইমুড়ীতেও  ৯ মাস বয়স থেকে প্রথম ডোজ টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 

মঙ্গলবার, উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৬৪২ জন শিক্ষার্থীদের মাঝে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

 আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত সুলতানার সহযোগিতায় টিকাদান কার্যক্রম পরিচালনা করেন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মো: মিজানুর রহমান, সোহেল আহমেদ,  পরিবার কল্যাণ সহকারী মমতাজ বেগম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জেসমিন আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান জানান, সোনাইমুড়ীতে ৫৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ হাজার ১২১ জন শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন দেওয়ার কথা। 

এখন পর্যন্ত ৪৪ হাজার ২৪৬ জনকে ভ্যাকসিনের আওতায় আনা হয়।পর্যায়ক্রমে সকলকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এই কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে