সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৮:১৬ পিএম
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর সদর উপজেলা কমান্ড কার্যালয় আয়োজিত নতুন কমিটির পরিচিতি সভা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বদরগঞ্জ রোডস্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে পরিচতি সভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির আহ্বায়ক আবুল কাশেম। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মহিদুল ইসলাম রাশেদ। বক্তব্য রাখেন বীরঙ্গনা রূপালী রায়, জোবায়দা খাতুন, শ্রী শংকর চন্দ্র বর্মন, বাবুরাম বর্মন, অঞ্জলী রানী প্রমুখ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর সদর উপজেলা কমান্ডের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পুনিল চন্দ বর্মন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী। পরিচিতি সভায় বক্তারা বলেন, ২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের গ্লাস, দরজা, জানালা, গ্রীল, ভেঙ্গে ভিতরে থাকা সিসি ক্যামেরা, কম্পিউটার, টেলিভিশন, টেবিল চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র লুট হয়ে গেছে। বর্তমানে হলরুমের ব্যবহারের কোন আসবাব পত্র না থাকায় বাহির থেকে ভাড়া করে নিয়ে এসে সভা সেমিনারের কাজ পরিচালনা করা হচ্ছে। এছাড়াও ১ লক্ষ ৫০ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিলসহ অন্যান্য আসবাবপত্র ক্রয় করার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে অসম্ভব। তাই রংপুর জেলা প্রশাসক কর্তৃক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আমাদেরকে আসবাবপত্র ক্রয় ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অর্থ বরাদ্দের দাবী জানান। পরিচিতি ও বক্তব্য শেষে সদর উপজেলার সদ্য পুস্করিনী ইউনিয়ন, মমিনপুর ইউনিয়ন, হরিদেবপুর ইউনিযন, চন্দনপাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটি গঠন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে