গাংনীতে আলিম পাশ শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০১:৫৩ পিএম
গাংনীতে আলিম পাশ শিক্ষার্থীদের  সংবর্ধনা

মেহেরপুরের গাংনী ছিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর)  সকালে মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। আলিম ( এইচ এস সি) পরীক্ষায় শত ভাগ পাস করে জেলার শীর্ষ হওয়ায় কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। গাংনী ছিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোঃ আহসান হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ছিদ্দিকিয়ার সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোঃ আহসান হাবিব এইচএসসি ( আলিম) পরীক্ষায় ২৪ জন অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হওয়ায় তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানান। পাশাপাশি পরবর্তীতে আরো কঠোর পরিশ্রম করে দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছানোর জন্য দোয়া করেন।

তিনি আরো বলেন, এ অর্জন শুধু শিক্ষার্থীদের পরিশ্রমের ফল নয়, এটি সম্ভব হয়েছে শিক্ষককে নির্ভুল ও কৌশলি পাঠদানের কারনে।

বিশেষ অতিথি মাওলানা মোঃ আব্দুর রহমান মিয়া বলেন, অলসতা নয়, কঠোর পরিশ্রম করে লক্ষ্যে পৌছাতে হবে। এতে অভিভাবক, শিক্ষক ও  প্রতিষ্ঠানের সুনাম অর্জন হবে।

এ সময় ২৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং জেলাতে প্রথম হওয়াতে প্রতিষ্ঠানের সভাপতি পত্র প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক (আরবি) মোঃ রোকনুজ্জামান। এ সময় মাদ্রাসার শিক্ষক সহ অন্যান্য কর্মরতরা উপস্থিত ছিলেন

আপনার জেলার সংবাদ পড়তে