মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করে উলামা-জনতা পরিষদ, রাজশাহী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। অথচ, এসব ঘটনার বিচার হচ্ছে না। তারা বলেন, মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংগঠনগুলোও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান, রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিশ্ব মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ তালহা হাফি, সহ-সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর,ও সূরা সদস্য মারকাজ মসজিদ উপশহর ওলামা জনতা পরিষদ রাজশাহী। আব্দুল্লাহ ইবনে মাসাইদ,মুহতামিম মালো পাড়া দারুল উলুম মাদ্রাসা বোয়ালিয়া রাজশাহী। মুফতি আব্দুল্লাহ সাঈদ হাফি, মুহাদ্দিস মালো পাড়া দারুন উলুম মাদ্রাসা বোয়ালিয়া রাজশাহী ও ওলামা জনতা পরিষদ রাজশাহী। মুফতি আহমদ উল্লাহ,খতিব রেশম পট্টি জামে মসজিদ। খন্দকার মাহমুদুল হাসান (লিটন), সহকারি অধ্যাপক পদার্থবিজ্ঞান রাবি ও সদস্য ওলামা জনতা পরিষদ। মুফতি আফজালুল রহমান,পেস ইমাম গৌরহাঙ্গা জামে মসজিদ বোয়ালিয়া রাজশাহী ও ওলামা জনতা পরিষদ রাজশাহী। মো: মাসুম বিল্লাহ,সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবি ও সদস্য ওলামা জনতা পরিষদ প্রমুখ।