পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৩:০৮ পিএম
পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ

পাঁচবিবিতে  জামায়াতের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি চাতালে। সমাবেশে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মজিদ ওয়ার্ড সভাপতি পাঁচবিবি সদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা জামায়াতের সেক্রেটারি মোঃ জোবাইদুর রহমান বাবু, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  মাওলানা আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে