খুলনায় এক প্রীতি ফুটবল খেলায় বিচার বিভাগ একাদশ ১-০ গোলে জেলা আইনজীবী সমিতি একাদশকে পরাজিত করেছে। মঙ্গলবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় বিচার বিভাগের পক্ষে একমাত্র গোলটি করেন অতিরিক্ত জেলা জজ খুরশিদ আলম। ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে তাঁর করা এই গোলেই জয় নিশ্চিত হয় বিচার বিভাগ একাদশের।
খেলার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আকরাম হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাখিবুল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসলাম মৃধা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শাহনেওয়াজ খালেদ এবং জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব নুরুল হাসান রুবা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মহানগর পিপি একেএম শহিদুল আলম, সাবেক সভাপতি মাসুদ হোসেন রনি, শেখ আব্দুল আজিজ, সরদার মো. ইউনুস, সাবেক সম্পাদক মোল্লা মাসুম রশিদ ও মোল্লা মশিউর রহমান নান্নু উপস্থিত ছিলেন।
বিচার বিভাগ একাদশের অধিনায়ক ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আকরাম হোসেন এবং আইনজীবী একাদশের নেতৃত্ব দেন এডভোকেট আবু নিক্সন।