কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ২২ অক্টোবর, ২০২৫, ০৪:৫০ পিএম | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৪:৫০ পিএম
কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝিনাইদহ কালীগঞ্জে আসাদুজ্জামান সনেট নামের এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বত্তরা। মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সাংবাদিক আসাদুজ্জামান সনেট দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রতিনিধি।সাংবাদিক আসাদুজ্জামান সনেট মঙ্গলবার রাত ১০ টার দিকে বারবাজার এলাকার গাজিকালু চম্পাবতি মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে গতিরোধ করে ৩/৫ জন দুর্বৃত্ত।সে সময় সাংবাদিক আসাদুজ্জামান সনেট গতি রোধের কারন ও সংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারন জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। গালি দিতে নিষেধ করায় তার কাছে থাকা চাইনিজ কুড়াল বের করে সাংবাদিক সনেটের মাথায় আঘাত করে সে। এ সময় সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় সাংবাদিকরা সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসার খোজখবর নেন।একই সময় স্থানীয়সংবাদকর্মীরা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে আসেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি  আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। 

আপনার জেলার সংবাদ পড়তে