পাবনার চাটমোহর উপজেলা মহিলা দলের সাবেক দুই নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি নিয়ে সরব আলোচনা চলছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তর লেখালেখি চলছে। গ্রেফতারি পরোয়ানার ইস্যুকৃত নোটিশও ফেসবুকে দেওয়া হয়েছে। কিন্তু চাটমোহর থানা পুলিশ বলছে,এখনো তারা কোন গ্রেফতারী পরোয়ানা পাননি।
একাধিক সূত্রে জানা গেছে,আদালতে কর্তৃক চাটমোহর উপজেলার বিলুপ্ত ঘোষিত মহিলা দলের কমিটির দুই নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। গত ৭ অক্টোবর তারিখে আদালত কর্তৃক এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। পাবনার বিজ্ঞ আমলী আদালত-৪ কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানা সূত্রে জানা যায়,সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলায় ফৌজদারি আইনের ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৮২/ ৩৪ দন্ডবিধি অনুযায়ী জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী যথাক্রমে রহিমা রেজা,জং সেলিম রেজা,সাং বালুচর এবং বুড়ি সরকার,পিতা-কোবাদ আলী,সাং মধ্যশালিখা,উভয়ের ডাক ও উপজেলা-চাটমোহর,জেলা-পাবনা বিরুদ্ধে ঐ মামলা দায়ের করা হয়। কিন্তু তারা এখনো গ্রেফতার হননি বা আদালতে আত্মসমর্পন করেননি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান,তারা এখনো গ্রেফতারী পরোয়ানা পাননি। পেলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।