‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর তৌফিক আহমেদ। বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহবায়ক আলীমুজ্জামান মহসিন, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল রোমান রোমান, বিএনপি নেতা শফিকুর রহমান বাদল। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।