মাধবপুর সমাজসেবা কর্মকর্তার কার্যালয়টি মাসে ২৬দিন বন্ধ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:১৯ পিএম
মাধবপুর সমাজসেবা কর্মকর্তার কার্যালয়টি মাসে ২৬দিন বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়টি মাসে ২৬দিন বন্ধ থাকায় সে নিতে আসা জনসাধারন চরম ভোগান্তিতে পড়েছে সেবা প্রার্থীরা। দীর্ঘদিন থেকে সমাজসেবা কর্মকর্তা না থাকায় জেলা থেকে একজনে অস্থায়ী ভিত্তিতে দেয়া হয়েছে। তিনি মাসে ৪দিন অফিস করার কথা থাকলেও আসে মাত্র২/৩দিন। উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সেবা প্রার্থীরা বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী ও বয়স্ক নিবন্ধন, বিধবা ভাতা, অনুদানসহ নানা সেবা নিতে কয়েক শ মানুষ প্রতিদিন অফিসে আসেন। কিন্তু কর্মকর্তার অনুপস্থিতিতে অনেকেই হতাশ হয়ে ফিরে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে আত্মগোপনে চলে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা প্রার্থীদের ভোগানি— ক্রমেই বাড়ছে।

একজন সেবা গ্রহীতা বলেন, “আমরা মাসের পর মাস সমাজসেবা অফিসে ঘুরছি, কিন্তু কর্মকর্তার অভাবে কোনো কাজই হচ্ছে না। বিশেষ করে বিধবা ও বয়স্ক ভাতা নবায়ন করতে এসে দিনের পর দিন অপেক্ষা করতে হয়।”

মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বেনু মিয়া জানান আমার বাড়ীর একজনের জম্ম নিবন্ধনের জন্য উনার একটি স্বাক্ষর প্রয়োজন। কিন্তু উনাকে পাচ্ছি না।

১নং ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়ের জানান-আমার একটি মামলার প্রতিবেদন দেয়ার জন্য মাসের পর মাস উনার পিছনে ঘুরতেছি। কিন্তু তিনি অফিস না করায় প্রতিদিন উনার অফিসে গিয়ে হাজিরা দিচ্ছি।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় বলেন, “আমি হবিগঞ্জ সদর দপ্তরে দায়িত্বে থাকায় মাধবপুরে নিয়মিত থাকা সম্ভব হয় না। মাসে চারদিন অফিস করি। ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের কারণে প্রতিদিন তীব্র যানজট থাকে, এতে সময়মতো আসা-যাওয়া করাও কঠিন হয়ে পড়ে।”

এ বিষয়ে চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, দ্রুত একজন স্থায়ী সমাজসেবা কর্মকর্তা নিয়োগ না দেওয়া হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম জানান জনসাধারনের ভোগান্তির কথা চিন্তা করে সমাজসেবার ডিডি মহোদয়সহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। দেখা যাক কি হয়।

সমাজ-সেবা হবিগঞ্জের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী জানান মাধবপুরের বিষয়টি আমরা জানি। জনসাধারনের ভোগান্তির কথা চিন্তা করে তাকে অব্যাহতি দিয়ে নতুন একজন সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখেছি।

আপনার জেলার সংবাদ পড়তে