রংপুরে বিধবা নারীকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ পিএম
রংপুরে বিধবা নারীকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শ্বশুরবাড়িতে বিষ প্রয়োগ করে এক বিধবা নারীকে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। সোমবার (২১ অক্টোবর) রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ এর মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত নারীর নাম কৃষ্ণা রানী। তার স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত ৬ জুলাই ২০২৫ সন্ধ্যায় শ্বশুরবাড়িতে সুকৌশলে কৃষ্ণা রানীর শরীরে স্যালাইন বা ইনজেকশনের মাধ্যমে বিষ জাতীয় পদার্থ প্রয়োগ করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন নিহতের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। পরে র‍্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালায়।

অবশেষে সোমবার রাত ১০টা ৫ মিনিটে র‍্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর পশ্চিম দলিরাম গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি কমল চন্দ্র অধিকারী (২৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মনাকষা এলাকার শ্রী মনোরঞ্জন চন্দ্র অধিকারীর ছেলে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, র‍্যাব সবসময়ই নারী নির্যাতন ও হত্যার মতো সংবেদনশীল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে। ভবিষ্যতেও অপরাধ দমন ও ন্যায়বিচার নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে