তালায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৭:৪৮ পিএম
তালায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল

উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বুধবার বিকালে সাতক্ষীরা তালার খেশরা ইউনিয়নের হরিহরনগর  দক্ষিনপাড়ার পাপুড়িয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । 

উক্ত অনুষ্ঠানে  মাষ্টার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার বি এন পির সভাপতি মৃনাল কান্তি রায় সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম  এস এম লিয়াকত হোসেন  এম মফিদুল হক লিটু  আলহাজ্ব গাজী আদ্বুল গফফার  বীর মুক্তিযোদ্ধা আদ্বুল হাকিম  এস এম আদ্বুল সাত্তার  মাষ্টার হাসিবুর রহমান ইউপি সদস্য  সামসুল হক  বি এন পি নেতা হাফিজুর রহমান শেখ ওলিউর রহমান আদ্বুস সালাম শেখ  আদ্বুল আলিম মুজিবুর রহমান ও গোলদার মিজানুর রহমান  প্রমুখ। 

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৪ টি দল অংশ গ্রহন করেন। তার মধ্যে  সোনাবাধাল  গ্রাম আশাশুনির দাতপুর গ্রাম টেংরাখালী গ্রাম ও মষিয়াডাঙ্গা গ্রাম।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ পুরুষ্কার  প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে