আগামী ১নভেম্বর থেকে জমকালো আয়োজন মধ্যদিয়ে সেনবাগে শুরু হচ্ছে জয়নুল আবদিন ফারুক (ZAF)ফাউন্ডেশনের এবারের T -১০ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট। ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সেনবাগের ২৮ টি স্কুল ও মাদ্রাসা দল অংশ নিচ্ছে। খেলায় চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ২ লক্ষ টাকা ও রানারআপ দল পাবে ১ লক্ষ টাকা।
বুধবার দুপুরে সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা জয়নুল আবদিন ফারুকের উপস্থিতিতে সেনবাগ পৌরশহরের বিএনপি কার্যালয়ে খেলার ড্র অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের মতো ক্রিকেট টুর্নামেন্ট T -১০ খেলায় সেনবাগের ক্রিড়া মোদিদের আকৃষ্ট করবে, এবং খেলাধুলার মাধ্যমেই কিশোর, তরুণরা দূরে ঠেলে দিবে আড্ডা বাজি, মাদক ইভটিজিং ইত্যাদি থেকে।
ড্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক শহীদ উল্লাহ, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহবায়ক ফারুক বাবুল, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সেক্রেটারী আবু তাহের সেলিম,সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাম্মদ ফেরদাউস ও প্রতিনি বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষকগণ ।
১নভেম্বর থেকে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে শুরু হওয়া ক্রিকেট টুর্ণামেন্ট টির খেলা গুলো অনুষ্ঠিত হবে প্রতি শুক্র ও শনিবার।