বেগমগঞ্জে যুবদল নেতা হত্যায় জড়িত সন্দেহে আটক ৪

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৪ এএম
বেগমগঞ্জে যুবদল নেতা হত্যায় জড়িত সন্দেহে আটক ৪

বেগমগঞ্জে চাঞ্চল্যকর যুবদল নেতা কবির হোসেন (ছালি কবির) হত্যাকান্ডে জড়িত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন (৫০) ও তার ভাগিনা জহির উদ্দিন (২৪) সহ ৪ জনকে পুলিশ আটক করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে নারায়নগঞ্জ জেলা থেকে তাদেরকে আটক করা হয়।

বেগমগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথে একদল মুখোশধারী সন্ত্রাসী সুজাতপুর গ্রামের মৃত নূর নবীর পূত্র স্থানীয় যুবদল নেতা কবির হোসেন (৩২) কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে জবাই করে সিএনজি যোগে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত কবির হোসেনের মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা দেখিয়ে একটি মামলা দায়ের করে। পুলিশ ঐদিন রাতে অভিযান চালিয়ে শাহ আলম (৫৪), মো. সহিদ ওরফে কালাম (৪০) ও সন্দেহভাজন কাউছার আলম (৪০) কে গ্রেপ্তার করেছে। এরপর রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নারায়নগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন (৫০) ও তার ভাগিনা জহির উদ্দিন (২৪) ও আরো ২ জনকে আটক করে বেগমগঞ্জ থানায় নিয়ে আসে। এই নিয়ে এজাহারের আসামী ও সন্দেহজনক সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, এজাহার নামীয় আসামী সাহাব উদ্দিনের স্বীকারোক্তি মতে তার  ভাগিনা জহির সহ ৪ জনকে  নারায়নগঞ্জ ও বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এ পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে