সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ পিএম
সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল ইসলাম নিক্সন সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা এলাকার নাসিরুল ইসলামের ছেলে।

সুত্রে জানা যায়, সোমবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সিংড়া পৌরসভার পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে আপন বড় ভাইয়ের শ্যালক মিঠুন সাহ কে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন। নিহত যুবক মিঠুন সাহ উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহ এর ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা-মনোহারি ব্যবসায়ী ছিলেন। এবিষয়ে পরের দিন সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হলে ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে