গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আকরাম হোসেন খান ও তার পরিবারের সদস্যদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থাণীয়রা। এ সময় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেন প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন খান, তোফায়েল গংদের বিরুদ্ধে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন নাওয়ানের মোড় ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা ও বেরুয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে স্থাণীয় মোয়াজ্জেম হোসেন খান গংদের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছ। প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, মোজাহিদ কমিটির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মির্জা, সাধারণ সম্পাদক কবির হোসেন, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমুদুল কবির খান নাঈম, খাজা হোসেন খান, ইউসুফ চৌধুরী, হেমায়েত হোসেন, শরিফুল হাসান, মোজাম্মেল হক খান, হাবিবুর রহমান চৌধুরী প্রমূখ।
সাখাওয়াত হোসেন খান নইম জানান, মোয়াজ্জেম গংদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের নানা অপকর্মের কেউ প্রতিবাদ করলেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়। গ্রামের প্রায় ৫০ জনেরও বেশি লোককে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আক্রাম হোসেন খান প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন খান গংদের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী থেকে বাঁচতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল এর নিকট স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন- মামলা দিয়েছি প্রয়োজনে আরোও মামলা দিব। আমি শিক্ষানবিশ উকিল। আমি সবই বুঝি।