পাবনার সাঁথিয়া উপজেলার রূপসী এলাকা ও ফরিদপুর উপজেলার ডেমরা এলাকায় পাঁচটি চায়না দুয়ারী জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫৬হাজার মিটার অবৈধ জাল এবং জাল তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় ৪০লাখ টাকা।এ সময় জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া ও ফরিদপুর উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ,সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে যৌথভাবে গতকাল বুধবার(২২অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।
অভিযানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ রায়হান,ফরিদপুর উপজেলার সহকারী কমিশনা(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সানাউল মোর্শেদ,সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান,ফরিদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান বলেন,"মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০" এর আওতায় তিনিটি মামলায় তিনজন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।