অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় শেখ হাসিনাসহ মোট তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক পেশের শেষ দিনে বললেন, “গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে জুলাই মাসের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।”
মো. আসাদুজ্জামান বলেন, “আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি অন্যের উদ্দেশে বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।”
‘এই অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা না গেলে বাংলাদেশের আরও অসংখ্য মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে এ দেশের মানুষ ইতিহাসের জঞ্জালে কাপুরুষ হয়ে পড়ে থাকবে। তিনি তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি’-উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল মন্তব্য করে যে ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত হবে; উভয় পক্ষই যে কোনো মূল্যে ন্যায়বিচার লাভ করবে।
এদিকে যুক্তিকর্ত শেষে মানবতা অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।