বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনসহ ১২জন শিক্ষককে অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায়, উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এর সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওঃ মনিরুজ্জামান, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী,উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, চিতলমারী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম ফকির, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম, সম্পাদক খোকন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, বিদায়ী শিক্ষক, সম্মানিত অতিথি ও নবীন-শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন তার বর্ণাঢ্য কর্মজীবণের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক ফেরদৌস ইসলাম।