চাটমোহরে এডভোকেসি সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩২ পিএম
চাটমোহরে এডভোকেসি সভা

মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংষ্থা বাঁচতে চাই’র উদ্যোগে পাবনার চাটমোহরে নাগরিক অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেবেকা সুলতানা স্বপ্না। সাংবাদিক কামাল আহম্মেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এডভোকেসি সভায় বক্তব্য দেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। সভায় নারী ও শিশু নির্যাতন,বাল্যবিয়ে,ইভটিজিং,সরকারি পরিষেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে