জীবনের কঠিন সময়ের কথা জানালেন দীঘি

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩৬ পিএম
জীবনের কঠিন সময়ের কথা জানালেন দীঘি

অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে পুরো দেশজুড়ে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি বড় পর্দায় নায়িকা হয়ে সেই সাফল্য ধরে রাখতে পারেননি। বরং ক্যারিয়ারের শুরুতে ট্রল আর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে এখন সবকিছু পেছনে ফেলে নতুন করে পথচলায় ফিরেছেন তিনি। ‘জংলি’ সিনেমায় অভিনয়ের পর প্রশংসা পেয়েছেন দর্শকের, যুক্ত হয়েছেন নতুন ছবি ‘বিদায়’-এর শুটিংয়েও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। দীঘি বলেন, ‘অসুস্থতার কারণে আমার ওজন বেড়ে গিয়েছিল। তখন অনেকে নানা মন্তব্য করত, ব্যঙ্গ করত। একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম। আসলে আমি যে ওষুধ খেতাম, তাতে শরীর ফুলে যেত। পরে অনেক পরিশ্রম, ডায়েট আর ধৈর্যের মাধ্যমে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছি।’

দীঘি জানান, একসময় বডি শেমিং তাঁকে ভীষণভাবে আঘাত করেছিল। তবে এখন আর সে বিষয় নিয়ে মাথা ঘামান না। তাঁর ভাষায়, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজ করলে সমালোচনা হবেই, এটা বাস্তবতা। আগে এসব শুনে কষ্ট পেতাম, এখন বুঝি অনেকেই অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে ভালোবাসেন।’

নিজের জীবনের সবচেয়ে বড় সমালোচক হিসেবে বাবার কথাও উল্লেখ করেন দীঘি। বলেন, ‘আমার ভুল ধরার একমাত্র মানুষ আমার বাবা। তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

অভিনয়ের পাশাপাশি এখন তিনি ব্যস্ত নতুন সিনেমার কাজে। ‘বিদায়’ ছবিতে দীঘির সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও সম্পর্কের জটিলতাকে ঘিরে নির্মিত হচ্ছে।

দীঘি জানান, ‘এখন আমি কেবল ভালো কাজ করতে চাই। কে কী বলল বা কে সমালোচনা করল, তা নিয়ে ভাবি না। বরং কাজই হোক আমার পরিচয়।’