কয়রায় শিশু সুরক্ষা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লাল সবুজ সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। লাল সবুজ সোসাইটির সেইফ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ তানভীর হাসান অননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, ভুদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ ও মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন। লাল সবুজ সোসাইটির প্রতিনিধি রায়হান ফারাজির পরিচালনায় এতে আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, কয়রা থানার এস আই তাওহিদ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, মাদ্রাসার সুপার মাওলানা আঃ মাজেদ, প্রধান শিক্ষক মোঃ শওকাত হোসেন, খালেদা আক্তার, এনজিও প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য শেখ আবুল কালাম প্রমুখ। শিশু সুরক্ষা বিষয়ক সংলাপে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।