কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রাম ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪০) নামের এক যুবকের মুত্যু হয়েছে । তিনি ঐ গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র। বৃহস্পতিবার(২৩ অক্টোবর) ভোর ৫ টার দিকে স্থানীয় মাহবুব সরদারের ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আব্দুর রহমানের বাড়ির পিছনে মাহাবুব সরদার নামের এক ব্যক্তি ধান ক্ষেত আছে। তিনি ধান ক্ষেতে ঈদুরের হাত থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক তার দিয়ে ধান পাহারা দেন। ভোরে অজান্তে আঃ রহমান ধানক্ষেত দিয়ে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।