গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার বিওপি এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ নানা প্রকার পণ্য জব্দ করা হয়।
এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। এছাড়া একজন আসামীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)- এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটক পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে চোরাচালান কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।