লিটন দাস চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন, বাদ পড়লেন সাইফ ও সৌম্য

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:২২ পিএম
লিটন দাস চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন, বাদ পড়লেন সাইফ ও সৌম্য

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দলে ফিরে এসেছেন। এশিয়া কাপের শেষ দুই ম্যাচে ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটের কারণে ছিটকে পড়া লিটন এবার পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলে ফিরে আসলেন।

এশিয়া কাপের ভারত ম্যাচের আগে নেটে ব্যাট করার সময় লিটন পাঁজরে টান পেয়েছিলেন। প্রথমে তা হালকা মনে হলেও পরে দেখা গেল চোটটি গুরত্বপূর্ণ। ফলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে তাকে পাওয়া যায়নি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলতে পারেননি। জাকের আলী অনিক তখন অধিনায়কত্বভার সামলান এবং দল সেই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে।

বিসিবি বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে লিটন দাস ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

চোট কাটিয়ে ফিরে আসায় লিটন জানান, “দলে ফিরে আসাটা সবসময়ই বিশেষ অনুভূতি। দলের সাপোর্ট ও মেডিকেল স্টাফের সাহায্য পেয়ে আমি পুরোপুরি ফিট হতে পেরেছি। এখন কেবল খেলোয়াড়ি পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।”

অপরদিকে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে স্কোয়াডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এ সিরিজের দলে থাকছেন না। আফগানিস্তান সিরিজের জন্য ডাক পাওয়া সৌম্য সরকার ভিসা জটিলতার কারণে দলে যোগ দিতে পারেননি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর এবং শেষ ম্যাচ ৩১ অক্টোবর।