হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় হিফয প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসায়। এবারের প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাদ্রাসা থেকে মোট ১৩৮ জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ সাইদুর রহমান, খুলনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মুফতী নাইম আশরাফ, উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি ও সাবেক সভাপতি মাওলানা মুজিবর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ আসলাম ও মুফতী ইয়াকুব বিন ইব্রাহীম। সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম ড. রফিকুল ইসলাম। বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।