কাহারোলে কৃষকদের সাথে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার সম্পর্কে কৃষি বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল বিকাল ৪টায় দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল ব্লকে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পশ্চিম মল্লিকপুর গ্রামে খামারি মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে আসন্ন রবি মৌসুমে আলু, ভুট্টা ও অন্যান্য ফসলের রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার সম্পর্কে কৃষকদের সাথে একমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ। প্রধান অতিথি হিসেবে কৃষকদের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার খামারবাড়ি, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক শস্য কৃষিবিদ মোঃ আনিসুর জামান। বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ খুরশেদ হাসান, এই সময় উপস্থিত ছিলেন, তারগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও মোঃ মাহফুজ।