বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রংপুর নগরীর কৈলাশরঞ্জন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রংপুর রিপোর্টাস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগরের আহবায়ক জননেতা সামসুজ্জামান সামু, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর আজীবন সদস্য নারী ও শিশু পিপি এড. শফি কামাল, দৈনিক মায়া বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক সুবল, যমুনা টেলিভিশন রংপুর বিভাগের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ সভাপতি আলহাজ্জ নুরুল ইসলাম পটু, মেট্টো চেম্বারের পরিচালক ও জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ বাপ্পী, বাংলার চোখ সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক উত্তরের কণ্ঠ প্রকাশক ও সম্পাদক আলহাজ্জ তানবীর হোসেন আশরাফী। আলোচনা ও কেক কাটা শেষে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খবর প্রকাশ করায় যমুনা টেলিভিশন রংপুর বিভাগীয় প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সেরা সাংবাদিক হওয়ায় তাকে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিষ্ট আলমগীর হোসেন রংপুরের সেরা জার্নালিষ্ট নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর সভাপতি মমিনুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মেজবাহুল হিমেল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সোহেল, আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারুনুর রশিদ বাবু, অনলাইন এসোসিয়েশন এর সদস্য সচিব ফেরদৌস জয়, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, দেশ নিউজ এর রংপুর প্রতিনিধি মাজহাবীন মৌ। উপস্থিত ছিলেন দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশ মাহবুব রহমান হাবু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, সাংবাদিক কামরুল ইসলাম চুন্নু। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব টিপু, কামরুজ্জামান সেলিম, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইমরোজ ইমু, রাশেদ রাব্বি, সদস্য উদয় চন্দ্র বর্মন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।