কালিগঞ্জের কৃষ্ণনগরে মাদক ও মানবপাচার প্রতিরোধে সভা

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:৩৬ পিএম
কালিগঞ্জের কৃষ্ণনগরে মাদক ও মানবপাচার প্রতিরোধে সভা

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

প্রধান অতিথি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা আমাদের সমাজ ব্যবস্থাকে ধংস করে দিচ্ছে। মাদকের কারণে আমাদের যুব সমাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মাদকের সাথে সংশ্লিষ্টদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। মানবপাচার প্রতিরোধে তিনি জনপ্রতিনিধিসহ সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। 

এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলী বাক্স গাইন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ গাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ারুল ইসলাম, বাজার  ইউনিটের সভাপতি ওয়ালিদ মুহতারামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে