সরকারি জায়গায় নিষিদ্ধ আ'লীগ অফিস, উদ্ধার হয়নি ১০ বছরেও

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ পিএম
সরকারি জায়গায় নিষিদ্ধ আ'লীগ অফিস, উদ্ধার হয়নি ১০ বছরেও

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর, ভুতুড়ে হয়ে ওঠেছে এই অফিসটি। এমনকি স্থানীয়রা গ্রাউন্ড ফ্লোরে নিরাপদ গণ শৌচাগার বানালেও  ১০ বছরেও উদ্ধার হয়নি নিষিদ্ধ আওয়ামীলীগ অফিসের জমি।

এইটি কেবল নিষিদ্ধ আওয়ামীলীগের অফিসই ছিল না, যুবলীগ, ছাত্রলীগ,  মহিলালীগ,  যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ আরো অঙ্গ সংগঠনের দোতলা অফিসে সব সময় নেতা কর্মীদের পদাচারনায় মুখরিত থাকতো, সেইখানে এখন ভুতুড়ে অফিসে পরিনিত হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোর হয়ে উঠেছে স্থানীয়দের নিরাপদ গণশৌচাগার। উপজেলা আওয়ামী লীগের অফিস সরকারি জায়গার, তা বেশির ভাগ  মানুষেরই অজানা।

 তবে ভূমি অফিসের লোকজন জানলেও, সেই সময় কেউ ভয়ে টু -শব্দ পর্যন্ত করেননি। রাতের ভোটের  সাবেক  এমপি আব্দুল মান্নানের দাপটের কাছে কর্মকর্তা -কর্মচারীরা অসহায়ের হয়ে পড়েন। এই নিয়ে  কর্মকর্তাদের ইচ্ছে থাকা সত্বেও কেউ কথা বলার সাহস পাননি । এমনকি স্থানীয় বাসিন্দারাও।

জানা গেছে, ২০১৩ সালে অফিসটি বহুতল  ভবনের ফাউন্ডেশন দিয়ে প্রথমে নির্মাণ শুরু করেন।তারপর নীচের তলা ফাঁকা রেখে  দ্বিতল ভবনের একাধীক রুমে দলীয় কাজকর্ম পরিচালনা করা হয়। ভবনটি ১৩ শতাংশ জায়গার উপর নির্মিত। পৌর এলাকার প্রধান  সড়কের হিন্দুকান্দি মৌজার,জমিটির রিভাইস হাল দাগ নম্বর  ৭৩০। জানা যায়,ওই জমি এক নম্বর খতিয়ান ভুক্ত। রাষ্ট্রীয় বিধানে অন্য কারো কাছে পত্তন, ইজারা বা হস্তান্তর করা যাবে না।

তবে রাতের ভোটের সাবেক এমপি আব্দুল মান্নান ক্ষমতার তার দাপট দেখিয়ে জোড় পূর্বক জমি  দখল করে আওয়ামী লীগের অফিস প্রতিষ্ঠিত করেন জমিটিতে।

স্থানীয়  আলমগীর কবির বলেন, যেহেতু উপজেলা ভূমি অফিস সারিয়াকান্দি  হাটের ভেতর  হওয়ায় কর্মকর্তা -কর্মচারীদের রাস্তায় যানবাহন রেখে প্রায় ১০০ মিটার অলি -গলি কাদা -পানি মারিয়ে হাটুরেদের ঠেলা -গুতো খেয়ে প্রতিদিন অফিস করতে হয়। অপরদিকে হাটে আসা হাটুরেদের চলাচল করতেও  দুর্ভোগ পোঁহাতে হয়।সুতরাং উভয়ের সমস্যা চিন্তা মাথায় নিয়ে উচ্ছেদ করে উপজেলা ভূমি অফিস করা হোক।

জাফরুল সাদিক আরো বলেন,জবর দখলের দশ বছর পার হলেও সরকারি কর্মকর্তারা আওয়ামীলীগ অফিসের জমি উদ্ধারে কেন উদ্যোগী না, আমাদের বোধগম্য না। এই ব্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেন,  পরিদর্শন পূর্বক, আমার ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে,আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে