র্দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা, ধর্মদহ, ডিজিটি, বাজারসহ বিভিন্ন স্থানে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আসিফ রেজা শিশির মোল্লা, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রুস্তম আলী,উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহসেমদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ আদাবাড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আদাবাড়িয়া ইউনিয়নের বাড়ি, দোকানপাট ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল মাইক্রো কার সহ শোভাযাত্রায় অংশ নেয়।
এর আগে বাচ্চু মোল্লা বিভিন্ন স্পটে এসে পৌঁছালে শত শত নারী পুরুষ তাকে বরণ করে নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয়। সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় বাচ্চু মোল্লা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দেবেন।
আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বাচ্চু মোল্লা বলেন, সামনে নির্বাচন। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মীরা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে যাবেন। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে দৌলতপুরের আসন দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবো ইনশাল্লাহ।
তারেক রহমানের ৩১ দফার বার্তা দৌলতপুরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়া ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এর আগে দৌলতপুর সদর, ফিলিপনগর, খলিসাকুন্ডি ও প্রাণপুর ইউনিয়নে এই কর্মসূচি শুরু করা হয়েছে।