খুলনায় মহানবী (সা.) সম্পর্কে অবমাননা করায় হিন্দু যুবক গ্রেফতার

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:৫৫ পিএম | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:৫৫ পিএম
খুলনায় মহানবী (সা.) সম্পর্কে অবমাননা করায় হিন্দু যুবক গ্রেফতার

খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে পূর্বায়ন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০ টার দিকে জেলার দাকোপের সুতারখালী গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত পূর্বায়ন মন্ডল ডাকোপ উপজেলার সুতারখালি ৩নং ওয়ার্ডের স্বপন মন্ডলের পুত্র। সে খুলনার সোনাডাঙ্গাস্থ হোপ ইনস্টিটিউট নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

পূর্বায়ন মন্ডল তার নিজ আইডি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অবমাননাকর মন্তব্য করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, পূর্বায়ন মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে